আল-আরাফাহ ইসলামী ব্যাংক বন্ডের কুপন রেট ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ ইসলামী ব্যাংক মুদারাবা পারপেচুয়াল বন্ডের জন্য কুপন (মুনাফা) রেট ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর সময় পর্যন্ত সময়ের জন্য বন্ডটির ইউনিটধারীদেরকে কুপন দেওয়া হবে। আলোচ্য সময়ের জন্য বন্ডহোল্ডাদের বছরে ১০ শতাংশ কুপন হারে রিটার্ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্টি কমিটি।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল সোমবার (২২ ডিসেম্বর) বন্ডের ট্রাস্টি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। করপোরেট বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক মুদারাবা পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি কমিটি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে কুপন রেট ঘোষণা করেছে। উল্লিখিত হারে রিটার্ন পাবেন বন্ডটির ইউনিটধারীরা। ব্যাংকটির মুদারাবা পারপেচুয়াল বন্ডের মুনাফাপ্রাপ্তির যোগ্যতা নির্ধারণের লক্ষ্যে রেকর্ড তারিখ নির্ধারণ হয়নি। কুপন রেট ঘোষণাকে কেন্দ্র করে এ দিন বন্ডটির লেনদেনে কোনো মূল্য সীমা থাকছে না।

নিজস্ব প্রতিবেদক