সূচকের পতন, লেনদেন ৩০০ কোটি টাকার ঘরে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের পতনে শেষ হয়েছে আজ সোমবারের (২৯ ডিসেম্বর) লেনদেন। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে সাত দশমিক ৪৪ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। লেনদেন কমে এদিন ৩০৯ কোটি টাকার ঘরে চলে এসেছে। গত রোববারের (২৮ ডিসেম্বর) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে।
ডিএসইতে আজ লেনদেনের শুরুতে শেয়ার কেনার চাপে সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৭ পয়েন্ট। বেলা বাড়ার পর উত্থান থেকে পতনে ফিরে। লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টা আট মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স পতন হয় ২৬ পয়েন্ট। পরে পতনে গতি কমে আসে। এদিন লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের পতন হয় সাত দশমিক ৪৪ পয়েন্ট। সূচকটি কমে দিন শেষে দাঁড়িয়েছে চার হাজার ৮৬১ পয়েন্টে। ডিএসইএস সূচক দুই দশমিক ৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯৯৯ দশমিক ৯৭ পয়েন্টে। এদিন ডিএস৩০ সূচক ৯ দশমিক ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৫৭ দশমিক ৫০ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৩০৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস রোববার লেনদেন হয়েছিল ৩৮৫ কোটি আট লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৫ হাজার ৮৩১ কোটি ৪০ লাখ টাকা। গত রোববার মূলধন ছিল ছয় লাখ ৭৪ হাজার ৬০৮ কোটি ৮৬ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১৫৫টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৯৩টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ১১ কোটি ছয় লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সোনালী পেপারের ১০ কোটি ৮৬ লাখ টাকা, আল-হাজ্ব টেক্সটাইলের ৯ কোটি ৬৯ লাখ টাকা, রহিমা ফুডের ৯ কোটি ৬০ লাখ টাকা, সিমটেক্সের আট কোটি ৯৩ লাখ টাকা, স্কয়ার ফার্মার আট কোটি ২৩ লাখ টাকা, উত্তরা ব্যাংকের সাত কোটি ৭৯ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের সাত কোটি ৬৮ লাখ টাকা, সায়হাম কর্টনের ছয় কোটি ৯২ লাখ টাকা এবং ফাইন ফুডসের ছয় কোটি ৪৮ লাখ টাকার শেয়ার। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ছয় দশমিক ৩৪ শতাংশ। অন্যদিক দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সোনারগাঁ টেক্সটাইলসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ছয় দশমিক ৫৫ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক