সূচক উত্থানের ৫০ মিনিটে লেনদেন ৭৬ কোটি টাকা
সব ধরনের সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শুরুর প্রথম ৫০ মিনিটে, অর্থাৎ বেলা ১০টা ৫০ মিনিটে লেনদেন হয়েছে ৭৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার কেনার চাপে আজ লেনদেন শুরুর প্রথম ১৭ মিনিটে ডিএসইএক্স উত্থান হয়েছে ২০ পয়েন্ট। বেলা বাড়ার পর উত্থান গতি কমে আসে। লেনদেন শুরুর প্রথম ৫০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয়েছে ১৪ দশমিক ৩৭ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় চার হাজার ৯৮০ দশমিক ৮৮ পয়েন্টে।
আলোচিত সময় ডিএস৩০ সূচক ছয় দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯১৪ দশমিক ৭৮ পয়েন্টে। আর ডিএসইএস সূচক চার দশমিক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার দুই দশমিক শূন্য তিন পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮৫টির, কমেছে ৮৪টির ও অপরিবর্তিত রয়েছে ৯৩টি কোম্পানির শেয়ার দর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে এপেক্স স্পিনিংয়ের পাঁচ কোটি ৩৬ লাখ টাকা, স্কয়ার ফামার চার কোটি ৩৩ লাখ টাকা, খান ব্রাদার্সের দুই কোটি ৪১ লাখ টাকা, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের দুই কোটি ২৫ লাখ টাকা, এপেক্স ফুটওয়্যারের দুই কোটি ২৩ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের দুই কোটি ১৭ লাখ টাকা এবং এশিয়াটিক ল্যাবের এক কোটি ৯২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক