এম এ নোমান
এম এ নোমান সাংবাদিকতা শুরু করেন ১৯৯৬ সালে দৈনিক মিল্লাতের মাধ্যমে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এম এ পাস করার পর তিনি সেখানে কাজ শুরু করেন। ১৯৯৯ সালে পত্রিকাটি বন্ধ ঘোষণা করা হলে দৈনিক সংগ্রামে যোগ দেন। ২০০৪ সাল থেকে তিনি দৈনিক আমার দেশ-এ প্রথমে স্টাফ রিপোর্টার ও পরে সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে আইন-আদালত, সচিবালয়, জাতীয় সংসদ, দুর্নীতি দমন কমিশন, পরিবেশ, পানি, বিদ্যুৎ ও জ্বালানীসহ বিভিন্ন বিটে কাজ করেন। ১ জানুয়ারি ২০১৫ তিনি এনটিভি অনলাইনে যোগ দেন। এম এ নোমান কানাডার মাউন্ট এলিসান ইউনিভার্সিটি আয়োজিত 'ওয়াইল্ড লাইফ এন্ড ওয়াটার বার্ডস' শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে 'মাইগ্রেটিং বার্ডস: বাংলাদেশ পার্সপেক্টিভ' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। মালয়েশিয়ায় ইন্টারন্যাশণাল ওয়াটার এসোসিয়েশন আন্তর্জাতিক সম্মেলনে 'আরবান হাইড্রোলজি এন্ড আর্সেনিক কন্টামিনেশন' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। আমেরিকার ফ্লোরিডা ইউনিভার্সিটি আয়োজিত ২০ তম সল্ট ওয়াটার ইন্ট্রুশন কনফারেন্সে তার উপস্থাপিত গ্লোবাল ওয়ার্মিং এন্ড সল্ট ওয়াটার ইন্ট্রুশন প্রবন্ধটি ওই বিশ্ববিদ্যালয়ের প্রসিডিংসেও প্রকাশিত হয়। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি), কমনওয়েলথ প্রেস ইউনিয়ন অব লন্ডন (সিপিউ), বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত বুনিয়াদি প্রশিক্ষণসহ বিভিন্ন কোর্সে অংশ নিয়েছেন এম এ নোমান। জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন, ফোরাম ফর এনার্জি এন্ড পাওয়ার, ল' রিপোর্টার্স ফোরামসহ সাংবাদিকদের বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।