অক্টোবরের পরে দেশে বিদ্যুৎ ঘাটতি থাকবে না : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Looks like you've blocked notifications!
মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আজ বৃহস্পতিবার সকালে বৃক্ষমেলা উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ছবি : এনটিভি

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশে ৬ মাসের বেশি জ্বালানি মজুত আছে। জ্বালানি মজুতে সরকারের সব ধরনের প্রস্তুতি আছে। তাছাড়া অক্টোবর পরবর্তী দেশের আবহাওয়ায় ঠান্ডা শুরু হলে, বর্তমান বিদ্যুৎ ঘাটতি তখন থাকবে না।

মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আজ বৃহস্পতিবার সকালে বৃক্ষমেলা উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নোত্তরে প্রতিমন্ত্রী এ কথা বলেন। বৃক্ষমেলার আয়োজন করে জেলা বন বিভাগ।

এর আগে প্রতিমন্ত্রী বৃক্ষমেলায় হরেক রকম গাছের চারা নিয়ে প্রদর্শিত অর্ধশত স্টল পরিদর্শন করেন। এ সময় মেহেরপুরের জেলা প্রশাসক মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা জিএম মোহাম্মদ কবীরসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী বৃক্ষমেলায় আয়োজিত জেলার নার্সারি মালিকদের নিয়ে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ৫ দিনব্যাপী চলবে এই বৃক্ষমেলা।