‘অতীত কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগের ক্ষমা চাওয়া উচিত’
বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য অনেক লড়াই করেছে। কিন্তু এখন আর সেই আওয়ামী লীগ নেই। তারা মানুষের ভোটাধিকার হরণ করেছে। এজন্য তাদের ক্ষমা চাওয়া উচিত। সম্মেলন থেকে আওয়ামী লীগকে আগের আওয়ামী লীগে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।’
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন ব্যারিস্টার খোকন।
মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আওয়ামী লীগ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। দেশের গণতন্ত্রের স্বার্থে তাদের টিকে থাকা প্রয়োজন। এজন্য তাদের অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাওয়া উচিত।’
মহান বিজয় দিবস উপলক্ষে সম্ভাবনার বাংলাদেশ নামের একটি সংগঠন এ সভার আয়োজন করে।
নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় আরো বক্তৃতা করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আবদুল বাতেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম আব্দুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মানবাধিকারকর্মী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ডিইউজে সহসভাপতি শাহিন হাসনাত, শ্রমিক নেতা আবদুস সালাম প্রমুখ।
আলমগীর মহিউদ্দিন বলেন, ‘দেশের মানুষ অনেক ভালো। কিন্তু আমাদের সৎ নেতার অভাব রয়েছে।’ তিনি আরো বলেন, ‘বারবার বাংলাকে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে। কারণ বাংলা থেকেই সব ন্যায়সঙ্গত আন্দোলন হয়েছে। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’

নিজস্ব প্রতিবেদক