অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরবে সাহারা বেগম (২৮) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৩ এপ্রিল) দুপুর ১টার দিকে শহরের কালীপুর মধ্যপাড়ার সামাদ মিয়ার বাড়ির একটি টিনশেড ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাহারা বেগম শহরের পঞ্চবটি এলাকার লাল মিয়ার মেয়ে। তাঁর স্বামী উজ্জ্বল মিয়া পলাতক রয়েছেন।
নিহত গৃহবধূর স্বজন, পুলিশ ও এলাকাবাসী জানায়, এক বছর আগে শহরের কমলপুর পঞ্চবটি এলাকার লাল মিয়ার মেয়ে সাহারা বেগম একই এলাকার রিকশাচালক উজ্জ্বল মিয়াকে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করেন। বিয়ের কয়েক মাস পর থেকেই কালীপুর মধ্যপাড়ার সামাদ মিয়ার বাড়িতে একটি টিনের ঘর ভাড়া নিয়ে দুজনে থাকতেন। সাহারা বেগম সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সোমবার দুপুরের দিকে দীর্ঘসময় ঘর তালাবদ্ধ দেখে প্রতিবেশীরা দরজা ফাঁকা করে দেখেন ঘরের আঁড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলছে সাহারার মরদেহ। এরপর পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়।
নিহত সাহারার ছোট বোন সীমা বেগম জানান, পরিবারের মতের বিরুদ্ধে রিকশাচালক উজ্জ্বলকে বিয়ে করায় পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন তাঁরা। বোনের মৃত্যুর খবর শুনে তিনি ছুটে আসেন। এসে প্রতিবেশীদের কাছে শুনেছেন তাঁর বোনকে প্রায়ই মারধর করতেন তার স্বামী।
ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে মর্গে পাঠানো হবে।’