অপহৃত ৩ সহোদর উদ্ধার, চক্রের মূলহোতা আটক
নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহার এলাকায় অভিযান চালিয়ে অপহৃত তিন সহোদরকে উদ্ধার এবং অপহারকারী চক্রের মূলহোতা মো. মাসুদ রানাকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল।
আজ রোববার (৫ মার্চ) সন্ধ্যায় র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গতকাল শনিবার দুপুরের দিকে চন্দন কুজুর, সুশান্ত কুজুর ও চঞ্চল কুজুর নামে তিন ভাই নিজবাড়ি মামুদপুর এলাকা থেকে পাহাড়পুর বৌদ্ধবিহারে বেড়াতে আসেন। বৌদ্ধবিহার পরিদর্শন শেষে ফেরার সময় অপহরণকারীদের মূলহোতা মো. মাসুদ রানাসহ আরও চার-থেকে পাঁচ জন ভিকটিমদের আটক করে মোবাইল ফোন, টাকা পয়সা ছিনতাই করে এবং তাদের একটি বাঁশঝোপে আটকে রেখে বাড়িতে ফোন দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। পরবর্তী সময়ে ভিকটিমদের বাবা অপহরণকারীদের বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকা পাঠিয়ে দেন। কিন্তু তাঁর ছেলেদের হস্তান্তর করতে টালবাহানা শুরু করে ওই চক্র। এরপর ভিকটিমদের বাবা রাজেন কুজুর (৬৫) জয়পুরহাট র্যাব ক্যাম্পে এসে ছেলেদের উদ্ধারের জন্য আবেদন করেন।
ভিকটিমদের বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল তিন সহদরকে উদ্ধারে অভিযান চালায়। এর নেতৃতত্ব দেন স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা। আজ রোববার ভোররাতের দিকে উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহার এলাকা হতে ভিকটিমদের (তিন সহোদর) উদ্ধারপূর্বক অপহরণকারী চক্রের মূলহোতা মো. মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের অপর সদস্য মো. মানিক হোসেন, মো. ওয়াহেদ, সবুজ মিয়া ও অজ্ঞাত পরিচয় চার থেকে পাঁচ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
র্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানায়, আটক অভিযুক্ত মো. মাসুদ রানাকে জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, এ চক্রটি দীর্ঘদিন ধরে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারের পর্যটকদের নানাভাবে হয়রানি করে তাদের কাছ থেকে অর্থ আদায় করে আসছে। এ বিষয়ে বদলগাছি থানায় একটি মামলা করা হয়েছে।