অবৈধভাবে বালু উত্তোলন : ৫০ হাজার টাকা জরিমানা

Looks like you've blocked notifications!
প্রতীকী ছবি

নীলফামারীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার জেলার কিশোরগঞ্জ উপজেলার উত্তর চাঁদখানা গ্রামের সরঞ্জাবাড়ি এলাকায় এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। এ সময় মণিভূষণ রায় (৫০) নামের ওই ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই-আলম সিদ্দিকী।

মণিভূষণ রায় জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের কালকেওট গ্রামের বাসিন্দা।

ইউএনও নূর-ই-আলম সিদ্দিকী জানান, অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ওই ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।