অর্থনীতিতে অনন্য অবদান রাখা এক প্রাজ্ঞ মানুষকে হারালাম : তথ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে সদ্যপ্রয়াত প্রবীণ রাজনীতিক আবুল মাল আবদুল মুহিতের কফিনে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : এনটিভি

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে দেশের অর্থনীতিতে অনন্য অবদান রাখা একজন প্রাজ্ঞ, বিজ্ঞ, ভদ্র মানুষকে হারিয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে সদ্যপ্রয়াত প্রবীণ রাজনীতিক মুহিতের কফিনে আজ শনিবার দুপুরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন হাছান মাহমুদ।

‘ভব্যতা-ভদ্রতাসহ অনেক কিছু শেখার ছিল’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘মুহিত ভাই কনিষ্ঠ ও অনুজদের যেভাবে আপন করে নিতেন, তা ছিল অভাবনীয়। তাঁর মৃত্যু আমাদের দেশ ও দলের জন্য অপূরণীয় ক্ষতি।’

ড. হাছান বলেন, ‘বাংলাদেশ যে আজ স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে, সব প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ যে আজ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, এ ক্ষেত্রে অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বোত্তম সহায়তা করেছেন।’

তথ্যমন্ত্রী উল্লেখ করেন, আবুল মাল আবদুল মুহিতের মাধ্যমে দেশে মোট ১২টি বাজেট পেশ হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের ১০টি বাজেট দিয়েছেন জ্যেষ্ঠ রাজনীতিবিদ ও প্রাজ্ঞ এ মানুষটি। আমরা তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।’

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

গত বছর করোনায় আক্রান্ত হয়েছিলেন আবুল মাল আবদুল মুহিত। ওই বছরের ২৯ জুলাই তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে তিনি করোনামুক্ত হয়ে বাসায় ফেরেন। তখন থেকে তিনি শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েন।