অস্ত্রের মুখে বান্দরবানের ইউপি সদস্যকে অপহরণের অভিযোগ

Looks like you've blocked notifications!
বান্দরবানের মানচিত্র। ছবি : সংগৃহীত

বান্দরবানের রাজস্থলী নাইঙ্গাপাড়া থেকে অস্ত্রের মুখে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য চাইউগ্যা মারমাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। অপহরণের খবর পেয়ে ওই ইউপি সদস্যকে উদ্ধারে মাঠে নেমেছে নিরাপত্তা বাহিনী ও পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য চাইউগ্যা মারমাকে রাজস্থলী-বাঙালহালি প্রধান সড়কের নাইঙ্গাপাড়া রাস্তারমুখ এলাকায় গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে অস্ত্রধারীরা। তার বাড়ি কুহালং ইউনিয়নের চেমিডলু পাড়া এলাকায়।

অপহরণের সঙ্গে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) সশস্ত্র শাখার সদস্যেরা জড়িত বলে অভিযোগ উঠেছে।

কুহালং ইউনিয়নের চেয়ারম্যান মংপু মারমা বলেন, ‘আমার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যকে সশস্ত্র গ্রুপ ধরে নিয়ে গেছে। রাঙামাটির রাজস্থলীতে কাজ শেষে বান্দরবান ফেরার পথে নাইঙাপাড়ায় চলন্ত গাড়ি থামিয়ে তাঁকে নিয়ে গেছে অস্ত্রধারীরা। এলাকাবাসী এবং পরিবারের লোকজন বিষয়টি আমাকে জানিয়েছেন। বিষয়টি আইনশৃংখলা বাহিনীকে জানানো হয়েছে।’

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, অপহরণের শিকার ব্যক্তি বান্দরবান জেলার কুহালং ইউনিয়নের ইউপি সদস্য। ঘটনাস্থল নাইঙাপাড়া রাঙামাটির রাজস্থলী উপজেলায় পড়েছে। তারপরও আইনগতভাবে বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে।’