অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলায় ১৭ বছরের কারাদণ্ড

Looks like you've blocked notifications!
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ভবন। ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও বিস্ফোরক আইনের দুটি মামলায় তৌফিকুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে ১৭ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এরমধ্যে অস্ত্র মামলায় ১০ বছর ও বিস্ফোরক আইনের মামলায় সাত বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

আজ মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল ২-এর বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আসামির অনুপস্থিতিতে এই দণ্ডাদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত আসামি তৌফিকুল ইসলামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্তি সরকারি কৌঁসুলি (এপিপি) আঞ্জুমান আরা জানান, ২০১৪ সালের ২৯ মার্চ র‌্যাব ৫-এর একটি দল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা সরকারের মোড়ের আমের আড়ৎ থেকে একটি শুটারগানসহ তৌফিককে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্লাস্টিকের ব্যাগে থাকা তিন কেজি ৯৫০ গ্রাম গান পাউডার জব্দ করা হয়। এ ঘটনায় র‌্যাব শিবগঞ্জ থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করে। মামলার অভিযোগপত্র দাখিল ও দীর্ঘ শুনানি শেষে আদালত এই দণ্ডাদেশ দেন।

আঞ্জুমান আরা আরও জানান, মামলা চলমান অবস্থায় আসামি জামিনে মুক্ত হয়ে পলাতক থাকায় তার অনুপস্থিতিতে এই রায় দেওয়া হয়।