আইএমএফের ঋণ চারিত্রিক সনদের মতো : প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর

Looks like you've blocked notifications!
মশিউর রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান বলেছেন, আইএমএফের ঋণ একটি চারিত্রিক সনদের মতো। আজ বৃহস্পতিবার ‘দক্ষিণ-দক্ষিণ ও ত্রিমাত্রিক সহযোগিতা : নতুন সুযোগ উন্মোচন’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, ‘আমরা যদি এই সার্টিফিকেট পাই, তাহলে সবাই আমাদের ঋণ দিতে আগ্রহ দেখাবে।’

রাজধানী ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও ইউএনডিপি যৌথভাবে এ আলোচনার আয়োজন করে।

মশিউর বলেন, ‘বাজেট সহযোগিতা হিসেবে আইএমএফের ঋণ মানে একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা সুষ্ঠু।’ তিনি বলেন, ‘এটি হলে অন্যান্য দেশ বা সংস্থাগুলো সহজেই ঋণ দিতে আগ্রহ প্রকাশ করবে। এর সঙ্গে বিনিয়োগও আসবে।’

ইআরডি সচিব শরিফা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।