আইপি টিভির অনুমোদন নেই, এগুলো অবৈধ : প্রতিমন্ত্রী

Looks like you've blocked notifications!
শেরপুর প্রেসক্লাবের আয়োজনে আজ শুক্রবার সার্কিট হাউজে সাংবাদিকদের মধ্যে কল্যাণ ট্রাস্টের প্রণোদনার চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। ছবি : এনিটিভি

আইপি টিভির অনুমোদন নেই, এগুলো অবৈধ উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, ‘দেশের কোনো আইপি টিভির অনুমোদন নেই, অনুমোদনহীন ও অবৈধ আইপি টিভির বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে।’

আজ শুক্রবার দুপুরে শেরপুর প্রেসক্লাবের আয়োজনে সার্কিট হাউজে সাংবাদিকদের মধ্যে কল্যাণ ট্রাস্টের প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, ‘আইপি টিভির সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এ পর্যন্ত তথ্য মন্ত্রণালয়ে ৭০০ আইপি টিভির আবেদন জমা পড়েছে। এ ছাড়া অনলাইন নিউজপোর্টালের অনুমোদন কার্যক্রম চলমান রয়েছে। কিছু দেওয়া হয়েছে বাকিগুলো পর্যায়ক্রমে দেওয়া হবে।’

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক মোমিনুর রশীদ, পুলিশ সুপার নাহিদ হাসান চৌধুরীসহ প্রেসক্লাবের নেতারা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।