আওয়ামী লীগ ভোটের রাজনীতিতে বিশ্বাস করে : প্রধানমন্ত্রী

Looks like you've blocked notifications!
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরেছেন, আওয়ামী লীগ সব সময় গণতন্ত্রে বিশ্বাস করে। ভোটের রাজনীতিতে বিশ্বাস করে। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। কখনও ভিন্নপথে ক্ষমতায় আসেনি, আসবেও না। ২০০৮ থেকে ২০২২ পর্যন্ত আমরা ক্ষমতায় আছি। আর আছি বলেই তো বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ মঙ্গলবার আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, ‘আমারা দেখি অনেক জ্ঞানীগুণি বিএনপির সঙ্গে হাত মেলায়। অনেক তত্ত্ব কথা শোনায়। গণতন্ত্রের ছবক দেয়। গণতন্ত্র উদ্ধার করতে চায়। এরা অনেকে নিজেদের বুদ্ধিজীবী বলে। তারা আসলে বুদ্ধিজীবী নয়, বুদ্ধিপ্রতিবন্ধীজীবী।’

শেখ হাসিনা বলেন, ‘তারা (বুদ্ধিজীবী) একটা সাজাপ্রাপ্ত আসামিকে নেতা মেনে তাদের সঙ্গে জড়ো হয় সরকার উৎখাতের জন্য। আমরা খালেদা জিয়াকে উৎখাত করেছি, এরশাদকে উৎখাত করেছি। জিয়াকেও উৎখাত আমরা করতে পারতাম। কিন্তু, তার আগেই উনি মারা গেছেন। ওখানেই একটা দুঃখ। ওর বিরুদ্ধে আন্দোলনটা গড়ে তোলার আগেই অক্কা পেল। নিজের লোকদের হাতেই মারা গেল।’

দেশের ব্যাংকিং পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি অর্থমন্ত্রী ও অর্থ সচিব ও বাংলাদেশ ব্যাংকের গর্ভনেন্টের সঙ্গে কথা বলেছি। আল্লাহর রহমতে আমাদের কোনো সমস্যা নেই। প্রতি ব্যাংকেই টাকা আছে, কেউ গুজবে কান দেবেন না।’

শেখ হাসিনা বলেন, ‘কেউ কেউ এসব (ব্যাংকে টাকা নেই) কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চায়। আমি বলব, কোনো গুজবে কান দেবেন না। ব্যাংকে টাকা নেই, এমন গুজবে কান দিয়ে যারা টাকা তুলে বাসায় রাখছে, আমি জানি না চোরের সঙ্গে তাদের কোনো সখ্য আছে কি না। বাড়িতে টাকা থাকলে তো চোরের পোয়াবারো।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি চাই এ দেশে যেন আর কখনও ভোট চোর, দুর্নীতিবাজেরা রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে।’