আখাউড়া দিয়ে যাত্রী চলাচল বন্ধ

Looks like you've blocked notifications!
মানুষের জন্য আখাউড়া স্থলবন্দর বন্ধ করে দেওয়া হলেও পণ্য পরিবহণের জন্য তা খোলা রয়েছে। ছবি : এনটিভি

ভারতের করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধার করায় দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। আজ সোমবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে দু দেশের যাত্রী পারাপার বন্ধ রয়েছে। তবে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, স্থলবন্দর বন্ধের বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো নিদের্শনা পাইনি। তবে সকাল থেকে দুদেশের যাত্রী পারাপার বন্ধ রয়েছে। শুধু পণ্যবাহী যানবাহনগুলো চলাচল করছে। আগামী দু সপ্তাহ সীমান্ত বন্ধ থাকলেও এ সময় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকবে।

জেলা সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ  জানান, সাধারণ মানুষের জন্য বন্দর বন্ধ করে দেয়া হলেও পণ্য পরিবহণের জন্য তা খোলা রয়েছে। আটকেপড়া নাগরিকদের বিশেষ ব্যবস্থায় ফেরার পাশাপাশি কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া পণ্যবাহী যানবাহনের  চালকদের স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে নেয়া হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ।