আগামীকাল চলতে পারে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে স্পিডবোট
দ্রুতগতি আর কম সময়ে পদ্মা পাড়ি দেওয়ার অন্যতম যান স্পিডবোট। দীর্ঘদিন বন্ধ থাকার পর সচল হচ্ছে শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিকান্দি নৌরুটে স্পিডবোট চলাচল। আগামীকাল বুধবার থেকে সচল হতে পারে এই স্পিডবোট চলাচল। বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাটের উপপরিচালক শাহাদাত হোসেন আজ মঙ্গলবার এ তথ্য জানান।
উল্লেখ্য, ছয় মাস আগে এই নৌরুটে তিন থেকে চার শতাধিক স্পিডবোট চলত। কিন্তু গত ৩ মে শিবচরের বাংলাবাজার ঘাটের অদূরে একটি স্পিডবোট থেমে থাকা বলগেটের সঙ্গে ধাক্কা লেগে ২৬ জনের প্রাণহানি ঘটে। এর পর থেকে বন্ধ হয়ে যায় স্পিডবোট চলাচল। এই স্পিডবোর্ড চলাচলের কোনো বৈধ নীতিমালা না থাকায় তারা চলত নির্বিঘ্নে। প্রায় দেড় শতাধিক চালকের ড্রাইভিং সনদ, রেজিস্ট্রেশন সনদ, সার্ভে সনদ ও ২০টি স্পিডবোট রুট পারমিট সনদ পাওয়ায় আগমীকাল থেকে সম্ভাবনা রয়েছে স্পিডবোট চলাচল সচল হওয়ার।
বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাটের উপপরিচালক শাহাদাত হোসেন বলেন, কয়েক সপ্তাহ আগেই শিমুলিয়া-বাংলাবাজার এবং মাঝিকান্দি নৌরুটে স্পিডবোট চলাচলের জন্য দেড় শতাধিক রেজিস্ট্রেশন সনদ, সার্ভে সনদ এবং স্পিডবোট-চালক সনদ পেয়েছে। তবে গতকাল পর্যন্ত আমরা ২০ জনের রুট পারমিট পেয়েছি। আজ যে কয়টা আসে এর উপর নির্ভর করবে কালকে থেকে স্পিডবোট চলাচল। আসলে রোড পারমিটটা আসে বিআইডব্লিউটিএর হেড অফিস থেকে। তবে আগামীকাল স্পিডবোট চলাচলের সম্ভাবনা রয়েছে।
ঢাকা সদরঘাটের ইঞ্জিনিয়ার শিপ সার্ভেয়ার মো. মামুনুর রশিদ বলেনন, মুন্সীগঞ্জের শিমুলিয়া এবং আরিচা ঘাটের ২৩২টি স্পিডবোট ইতোমধ্যে রেজিস্ট্রেশন সনদ, সার্ভে সনদ এবং স্পিডবোট-চালকের সনদ প্রদান করা হয়েছে। আমরা যান দেখাশোনা করি, কিন্তু নদী দেখাশোনা করে বিআইডব্লিটিএ। তাই স্পিডবোট কবে থেকে চলবে এটা একমাত্র তারাই বলতে পারে। ২৩২টি সনদ প্রদানের পর আরও বেশকিছু সনদের আবেদন এসেছে, এটা প্রক্রিয়াধীন। তারাও পাবে।
সনদ প্রদান প্রসঙ্গে শিপ সার্ভেয়ার মো. মামুনুর রশিদ বলেন, আসলে এটা একটা জটিল প্রক্রিয়া। সনদ পাওয়ার জন্য অনেক কাগজপত্র দরকার। কাগজ সঠিক কি না, তা যাচাই-বাছাই করে স্ক্যান করে সার্ভারে আপলোড দিতে হয়। যার জন্য একটু সময় লেগে যায়। তবে আমাদের এখানে কোনো গাফিলতি ছিল না। আমরা চেয়েছি যথা সম্ভব দ্রুত সমাধান করে স্পিডবোট চলাচল করুক।