আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে : যুক্তরাষ্ট্রকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Looks like you've blocked notifications!
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ছবি : সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে আশ্বাস দিয়েছে বাংলাদেশ। দেশে প্রচলিত আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়ার বিষয়টিও দেশটিকে অবহিত করেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রকে এ আশ্বাস দেওয়ার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শাহরিয়ার আলম মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি ওয়েন্ডি শারমেনের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে এসব কথা জানান।

গত শুক্রবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘তিনি (শারমেন) বলেছেন যে, তারা আশা করেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। আমরা পরিষ্কার ভাষায় বলেছি, নির্বাচন অবশ্যই অবাধ ও সুষ্ঠু হবে। কিন্তু, কে আসবে, কে আসবে না, তা রাজনৈতিক দলসমূহ বা ব্যক্তিদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি শারমেনকে বলেছি, নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে কী প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠন হয়েছিল। রাষ্ট্রপতি সব স্টেকহোল্ডারের কাছে নাম প্রস্তাব করেছেন। পরে সার্চ কমিটি গঠনের মধ্য দিয়ে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ পেয়েছেন। এ প্রক্রিয়ায় কিছু ব্যক্তি বা দল অংশ নেয়নি।’

বিএনপি নির্বাচনে না এলে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, ‘গ্রহণযোগ্যতা ২০১৪ নির্বাচনে ছিল, সামনেও অবশ্যই থাকবে।’