আগামী সপ্তাহে যুবদল উত্তর-দক্ষিণের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি
২০২৩ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে দল গোছানোর কাজ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এরই অংশ হিসেবে সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনকে ঢেলে সাজাচ্ছে দলটি। আর এ কাজ এককভাবে তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সারা দেশে দল গোছানোর কাজের অংশ হিসেবে গত ২১ আগস্ট হঠাৎ করেই ঢাকার দুই মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়৷ ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক করা হয় শফিকুল ইসলাম মিল্টনকে আর সদস্য সচিব করা হয় মোস্তফা জগলুল পাশা পাপেলকে।
অপরদিকে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক করা হয়েছে সদ্যবিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীনকে আর সদস্য সচিব হয়েছেন সাবেক ছাত্রদলনেতা খন্দকার এনামুল হক এনামকে।
আহ্বায়ক কমিটিকে সাত দিনের মধ্যে বাকি পদ পূরণ করে কেন্দ্রীয় কমিটির অনুমোদন নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে নির্ধারিত সাত দিন পার হলেও আহ্বায়ক কমিটির বাকিদের নাম কেন্দ্রীয় কমিটির কাছে জমা দিতে পারেনি দুই নগরের কেউই।
অন্যদিকে এবারের গঠিত আহ্বায়ক কমিটিগুলো অন্যবারের মতো বিশাল আকারের কমিটি হচ্ছে না। এমনকি ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির আহ্বায়ক কমিটিও ৫০ সদস্যের ভেতর রাখা হয়েছে। ছাত্রদলের নগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম কমিটিও ছিল ৫০ সদস্যের মধ্যে সীমাবদ্ধ। তবে যুবদলের দুই নগরের কমিটির আকার ৩১ সদস্য করার বিষয়ে নির্দেশ দিয়েছেন বিএনপির সর্বোচ্চ নেতা। আর সেটিকে সামনে রেখেই কাজ করছেন নগরের নতুন নেতারা।
এ বিষয়ে জানতে যুবদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলালের সঙ্গে যোগাযোগ করে এনটিভি অনলাইন। তিনি বলেন, এখনও কমিটির বাকি সদস্যদের নাম জমা দেয়নি উত্তর ও দক্ষিণের কেউ। তবে তারা কমিটি গঠনের বিষয়টি নিয়ে কাজ করছে। আশা করছি দুই-চার দিনের মধ্যে আহ্বায়ক কমিটির বাকি সদস্য কারা হচ্ছেন সে বিষয়ে জানতে পারবেন৷
কামরুজ্জামান দুলাল আরো বলেন, এরই মধ্যে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের আহ্বায়ক কমিটির নেতারা যুবদল কেন্দ্রীয় কমিটি ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গেও তাদের কথা হয়েছে। দুই একদিন তো এদিক সেদিক হতে পারে। তবে দ্রুত সময়ের মধ্যেই বাকি সদস্যদের নাম ঘোষণা করা হবে।
যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা এখনও কমিটি চূড়ান্ত করতে পারিনি। তবে কমিটির বাকি সদস্য কারা হবেন সেটি নিয়ে কাজ চলছে। কয়েকদিনের মধ্যে বাকি সদস্যদের নাম কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়া হবে অনুমোদনের জন্য।’
কমিটির বাকি সদস্যদের নাম জমা দিতে কত দিন লাগতে পারে জানতে চাইলে দক্ষিণের এ যুব নেতা বলেন, ঢাকা শহরে অসংখ্য ছাত্রদল নেতা আছেন। তাদের বাছাই করতে একটু সময় লাগছে। তবে তিন-চার দিনের মধ্যে আমরা এটি শেষ করব।
যুবদলের দুই নগরের আহ্বায়ক কমিটি কত সদস্যের হবে জানতে চাইলে গোলাম মাওলা শাহীন বলেন, ‘আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি করার। আমরা সে বিষয়কে সামনে রেখেই কাজ করছি। তবে কমিটির আকার যদি বাড়ানো প্রয়োজন হয় সেটা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিদ্ধান্ত নিবেন। আপাতত আমরা ৩১ সদস্য বিশিষ্ট কমিটির বিষয় নিয়ে কাজ করছি।’
যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন বলেন, ‘আমরা এরই মধ্যে কমিটির বাকি সদস্যদের বিষয়ে কাজ করছি৷ আশা করছি, দ্রুত এটি শেষ করতে পারব। যদিও আমাদের সাত দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় কমিটির সঙ্গে মতবিনিময় ও দুটি কর্মীসভা করতেই সাত দিন সময় চলে গেছে।’