আগুনে ক্ষতিগ্রস্ত ভবন ভাঙা হয়েছে, দগ্ধ আরেকজনের মৃত্যু

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি ভাঙার কাজ করছেন সিটি করপোরেশনের একদল কর্মী। ছবি : এনটিভি

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত দোতলা ভবনটি ভেঙে ফেলা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একদল কর্মী আজ বুধবার সকালে থেকে ভেক্যু দিয়ে ভবনটি ভাঙার কাজ শুরু করে। অপর দিকে দোতলা ভবনে বিস্ফোরণের ঘটনায় আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় এখনও শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন আরও দুজন৷ 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পরিকল্পনা বিদ মইনুল ইসলাম জানান, জন নিরাপত্তার কথা চিন্তা করে ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে ফেলা হয়েছে। এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সরকারি ছয়টি সংস্থার কর্মকর্তারা।

গত ১৮ মার্চ নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় বিকট শব্দে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আউলাদ হোসেন নামে এক শ্রমিক নিহত হন। দগ্ধ হন আরও অনন্ত পাঁচজন। তাদের মধ্যে  ইকবাল নামে এক নিরাপত্তাকর্মী ও শাহজাহান নামে আরও এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন জনে।