আট বছর ধরে পলাতক মৃত্যুদণ্ডের আসামি গ্রেপ্তার

২০১৫ সালের আগস্ট থেকে পলাতক ছিলেন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. জাকির খাঁ (৪০)। রাজধানীর শাহজানপুর এলাকায় ছদ্মবেশে অটো চালাতেন তিনি। আট বছর পরে আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) ভোরে পুলিশের জালে ধরা পড়েন। শাহজাহানপুর থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার ব্যবসায়ী শরীফ খাঁ (৪২) হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন জাকির। জাকিরের বাড়ি আখাউড়ার উত্তর ইউনিয়নের চানপুর উত্তর পাড়া এলাকায়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার শাহজাহানপুর থানার পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। জাকির সেখানে ছদ্মবেশে অটোচালক হিসেব জীবিকা নির্বাহ করছিলেন। অভিযান অব্যাহত আছে। অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
উল্লেখ্য, ২০১৫ সালের ৬ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ব্যবসায়ী শরীফ খাঁকে কুপিয়ে হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ব্রাহ্মণবাড়িয়া আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—আখাউড়া উপজেলার চানপুর উত্তর পাড়া গ্রামের জাকির খাঁ, মাহবুব খাঁ (৩০) ও গাজী খাঁ (৬৫)। অপর আসামি আমানত খাঁকে (৬৫) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।