আদিবাসী স্কুলছাত্রী ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৫

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় দুই আদিবাসী স্কুলছাত্রী ধর্ষণ মামলার নয় দিন পর পাঁচ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। গাজীপুর এবং ময়মনসিংহের হালুয়াঘাট ও তারাকান্দা উপজেলায় গতকাল শুক্রবার রাতে এক অভিযানে গ্রেপ্তার হন তারা। জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও থানা পুলিশ এ অভিযান চালায়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— শরীফ মিয়া (২০), মিজানুর রহমান (২২), মিয়া হোসেন (২৯), আব্দুল হামিদ (১৯) ও রুকন মিয়া (২১)। এর মধ্যে চার জন এজাহারভুক্ত এবং একজন সন্দেহভাজন। বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) আহমার উজ্জামান।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুজ্জামান খান মামলার উদ্ধৃতি দিয়ে জানান, ২৭ ডিসেম্বর দিবাগত রাত ২ টার দিকে উপজেলার গাজীরভিটা ইউনিয়নে প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুই গারো স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। ধর্ষণের ঘটনা কাউকে জানালে হত্যার হুমকিও দেয় ধর্ষকেরা। এতে ভয়ে ওই দুই কিশোরীর পরিবার চুপ থাকে। এ অবস্থায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দুই স্কুলছাত্রী আত্মহত্যার চেষ্টা করলে বিষয়টি জানাজানি হয়। পরে পুলিশ ওই দুই কিশোরীর বাড়িতে গিয়ে খোঁজখবর নিলে ৩০ ডিসেম্বর এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ১০ জনকে আসামি করে মামলা করেন। গতকাল শুক্রবার রাতে এক অভিযান গ্রেফতার হন পাঁচ আসামি।
হালুয়াঘাট থানার ওসি-তদন্ত এবং মামলার তদন্ত কর্মকর্তা ইমরান আল হোসাইন, জেলা গোয়েন্দা শাখার ওসি মো. শফিকুল ইসলাম, গোয়েন্দা শাখার ওসি-তদন্ত ঝুটন কুমার বর্মণ এ অভিযান পরিচালনা করেন।