আন্তর্জাতিক ফ্লাইটে বিধিনিষেধ শিথিল করেছে বেবিচক

Looks like you've blocked notifications!

আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। টিকা নিয়ে কেউ বাংলাদেশে এলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে না। কিন্তু, টিকা না নেওয়া থাকলে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক। তবে এই নিয়মের বাইরে থাকছে ১৩টি দেশ।

আজ রোববার বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আর্মেনিয়া, বুলগেরিয়া, এস্টোনিয়া, জর্জিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, মালদোভা, মঙ্গোলিয়া, ফিলিস্তিন, রোমানিয়া, সার্বিয়া, স্লোভেনিয়া ও ইউক্রেন থেকে টিকা নিয়ে এলেও সাত দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। এসব দেশ থেকে আসা যাত্রীদের টিকা না নেওয়া থাকলে এক সপ্তাহ নিজ খরচে বাংলাদেশ সরকার অনুমোদিত হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে।

বেবিচক আরও জানিয়েছে, বাংলাদেশে আসতে অবশ্যই আরটি-পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট থাকতে হবে এবং পরীক্ষা করাতে হবে ফ্লাইটে ওঠার ৭২ ঘণ্টার মধ্যে। তবে ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক নয়।