আন্তর্জাতিক বাজারের কারণে নিত্যপণ্যের দাম বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি : এনটিভি

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় বাংলাদেশেও নিত্যপণ্যের দাম বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এয়ার লাউঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ সব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বিশ্ববাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে চাল, ডাল, তেল ও চিনির দাম বাড়লেও কৃষি পণ্যের দাম কমেছে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, নিত্যপণ্যের দাম বাড়ায় ট্রেডিং করপোরেশনের মাধ্যমে (টিসিবি) দ্রব্যমূল্যের লাগাম টানতে সরকার ভর্তুকি দিচ্ছে। রমজান মাস সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে টিসিবির পণ্য ৫০ লাখ মানুষকে সরবরাহের সক্ষমতা বাড়িয়ে ১ কোটি মানুষকে দেওয়া হবে।