আন্দোলনের মাধ্যমে সরকার সরানোর ঘোষণা বিএনপির

Looks like you've blocked notifications!
বিএনপি আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। ছবি : সংগৃহীত

নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি আন্দোলনের মাধ্যমে আদায় করতে চায় বিএনপি নেতারা।  এজন্য বর্তমান সরকারকে সরিয়ে ‘নতুন’ সরকার প্রতিষ্ঠার ঘোষণাও দিয়েছেন দলটির জ্যেষ্ঠ নেতারা। আজ বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন তাঁরা।

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এবং সব ধরনের পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

দলের নেতাকর্মীদের রাজপথ দখলের আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাজপথ দখল করতে হবে। রাজপথে দখলের মধ্য দিয়ে এই সরকারে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব।’

আগামীকাল উপজেলা পর্যায়ে সমাবেশ আছে উল্লেখ করে ফখরুল বলেন, ‘আগামী ২২ তারিখ থেকে আমরা সারা দেশে ছড়িয়ে পড়ব। প্রত্যেকটি উপজেলায় শন্তিপূর্ণ সমাবেশের মধ্য দিয়ে জনগণ গঠনের ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করতে বাধ্য করব।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘অবৈধ সরকার আর ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন—ফয়সালা হবে রাজপথে। ফয়সালা করার দায়িত্ব জনগণ ও দলের নেতাকর্মীদের।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘গত সাড়ে ছয় বছর দশ লাখ কোটি টাকা পাচার করেছে। এই সরকারের বিচার করতে হবে। বিএনপি ১৯ টাকা কেজিতে চাল খাইয়েছে। এই সরকার ৫০ টাকা কেজি দরে চাল বিক্রি করছে।’

‘দেশের মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে’ উল্লেখ করে আব্বাস বলেন, ‘নেতাকর্মীরা জেল খাটতে খাতটেই দেওয়ালে পিঠ ঠেকে গেছে।’

দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আবদুল মঈন খান বলেন, ‘দেশের টাকা বিদেশে পাচার  হয়ে গেছে। এই টাকা কারও বাবার টাকা না। জনগণের ট্যাক্সের টাকা। এই সরকারকে আর ক্ষমতায় রাখা যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ করে জনগণের পক্ষের সরকার প্রতিষ্ঠায় এই সরকারকে প্রতিহত করব।’

সেলিমা রহমান বলেন, ‘দেশেকে সরকার খাদের কিনারায় দাঁড় করিয়েছে। জনগণকে ঐক্যবদ্ধ করে নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনের মধ্য নিয়ে জনগণের সরকার গড়ে তুলতে হবে।’

নজরুল ইসলাম খান বলেন, ‘সরকার লুটপালট করে দেশেটাকে মিউজিয়ামে বানিয়ে ফেলেছে।  লুটপাটের হাত থেকে দেশেকে বাঁচাতে হলে বিএনপি যে আন্দোলন শুরু করেছে, সেটিকে এগিয়ে নিতে হবে।’

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম বলেন, ‘গুম, হত্যার বিচার এমনি এমনি যাবে না। আওয়ামী লীগ মনে করেছিল, খালেদা জিয়াকে জেলে নিলে বিএনপি ভেঙে যাবে। কিন্তু, তারেক রহমানের নেতৃত্ব বিএনপি ঐক্যবদ্ধ, অনেক বেশি শক্তিশালী।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চলনায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী প্রমুখ।