আপনার জেলে যাওয়ার সময় হয়েছে, প্রস্তুতি নিন : সোহেল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল বলেছেন, বেগম খালেদা জিয়া নয়, আপনি আমার ভাইদের হত্যা করেছেন, আপনার জেলে যাওয়ার সময় হয়েছে, প্রস্তুতি নিন। আপনার চাচাতো মামাতো ভাই এদের কোনো খাওয়া বরিশালে নাই। বরিশালের মাটি খালেদা জিয়ার ঘাঁটি, বরিশালের মাটি তারেক রহমানের ঘাঁটি।
আজ শনিবার বরিশাল বিভাগীয় গণসমাবেশের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চালের দাম বাড়ানোর সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব সোহেল বলেন, সমাবেশ থেকে বলে যাই, যদি আমরা সবাই মিলে এই সরকারকে বিদায় করতে না পারি, খেলার মাঠে আমাদের ক্রিকেট প্লেয়াররা সেঞ্চুরি করুক আর না করুক, চাল বাবাজি কিন্তু সেঞ্চুরি করে ফেলবে।
তিনি বলেন, ময়মনসিংহে, খুলনায় পারেনি, শুরু জলরাশি দিয়ে সমুদ্র হয় না? জনতাও সমুদ্র তৈরি করতে পারে। আগে আমরা সমাবেশে নেতাকর্মীরা আসতাম, এখন দেশের সাধারণ মানুষ দিয়ে মাঠ ভরে যায়। ডিসি-এসপি দিয়ে দিনের ভোট রাতে করা যায়। জনসমুদ্র করা যায় না। আমরা যাতে সমাবেশ করতে না পারি, তার সব ব্যবস্থা করেছে। কিন্তু জনতার স্রোত থামাতে পারেনি।
আজ শনিবার বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) বিভাগীয় গণসমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে সমাবেশে যোগ দিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. মঈন খান, আমীর মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মেদ, এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, ডা. এজেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, বিএনপির যুগ্ম মহাসচির মজিবুর রহমান সরোয়ার, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবীব উন নবী খান সোহেল, বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, বিএনপির মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন, বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম, অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার, যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকুসহ অঙ্গ ও সহযোগী দলের নেতারা বক্তব্য দেন। এছাড়া বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
গত ৮ অক্টোবর চট্টগ্রামে প্রথম গণসমাবেশ করে বিএনপি। এরপর ১৫ অক্টোবর ময়মনসিংহে, ২২ অক্টোবর খুলনায়, ২৯ অক্টোবর রংপুরে, আজ (৫ নভেম্বর) বরিশালে এরপর আগামী ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী এবং ঢাকায় ১০ ডিসেম্বর মহাসমাবেশের মধ্য দিয়ে টানা তৃতীয় দফার কর্মসূচি শেষ হবে। এর পর নতুন কর্মসূচিতে যাবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।