আপিল বিভাগে নতুন তিন বিচারপতি

Looks like you've blocked notifications!
হাইকোর্ট। ছবি : সংগৃহীত

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির নির্দেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান তথ্য নিশ্চিত করে জানান, আজ বিকেল ৪টায় নতুন তিন বিচারপতিকে শপথ পড়াবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

নতুন তিন বিচারপতি হলেন—বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী।

প্রসঙ্গত, আপিল বিভাগে বর্তমানে ছয় জন বিচারপতি রয়েছেন। তিন জন বিচারপতি নিয়োগে মোট বিচারপতির দাঁড়াল নয় জনে।