আবারও বড়পুকুরিয়ার কয়লা উত্তোলন বন্ধ

Looks like you've blocked notifications!
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা উত্তোলন বন্ধ। ফাইল ছবি

বড়পুকুরিয়া কয়লা খনি তিনদিন চালু থাকার পর আবারও কয়লা উত্তোলন বন্ধ হয়ে গেছে। আজ শনিবার সকাল থেকে কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। প্রায় ৫০ জন শ্রমিক ও কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় এবং ১৩০৬ ফেজে সেটাপ দেওয়ার কারণে কয়লা উত্তোলন বন্ধ রয়েছে বলে খনি কর্তৃপক্ষ জানিয়েছে।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, নতুন এই ফেজে প্রায় ৪ লাখ মেট্রিক টন কয়লা মজুত আছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, তিন মাস বন্ধ থাকার পর গত বুধবার সকাল থেকে কয়লা উত্তোলন শুরু হয়। গত ৩০ এপ্রিল কয়লা উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। গত বুধবার সকালে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন পেট্রোবাংলার চেয়্যারম্যান নাজমুল হাসান ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কয়লা উত্তোলনের কাজ উদ্বোধন করেছিলেন।