আমরা এখনও স্বাধীন নই : হাফিজ

Looks like you've blocked notifications!
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় বক্তব্য দেন। ছবি : এনটিভি

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘আমরা এখনও স্বাধীন নই। যেখানে গণতন্ত্র থাকে না, ভোটাধিকার থাকে না, সেখানে জনকল্যাণমূলক ও দেশের স্বার্থে কোনো কিছু আশা করা যায় না।’

আজ সোমবার (২০ মার্চ) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির নেতা হাফিজ। ‘রোহিঙ্গা প্রত্যাবাসন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ‘রোহিঙ্গা প্রত্যাবাসন জাতীয় কমিটি’।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘জাতিসংঘে চীন, ভারত ও রাশিয়া মিয়ানমারের পক্ষ অবলম্বন করায় বাংলাদেশ এই সংকট সমাধান করতে পারছে না।’

বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ বলেন, ‘বাংলাদেশ আজ বন্ধুশূন্য একটি দেশ। রোহিঙ্গা ইস্যুতে পৃথিবীর দু-একটি মুসলিম রাষ্ট্র ছাড়া কেউ সরাসরি বাংলাদেশকে সমর্থন করেনি। সেই দু-একটি রাষ্ট্রও তেমন ক্ষমতাধর নয়।’

‘ভারতের সীমান্তে কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়নি’ উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘এই সরকার যা কিছু করছে, তা প্রতিবেশি রাষ্ট্রকে খুশি করার জন্য। তারা (সরকার) ইভিএমের মাধ্যমে কারচুপি করে আবার একদলীয় শাসন কায়েম করতে চায়।’

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘২০২৩ সালে আরেকটি মুক্তিযুদ্ধ করতে হবে। এই যুদ্ধের নেতৃত্ব দেবে বিএনপি ও তারেক রহমান। এ যুদ্ধের মাধ্যমে গণতন্ত্র মুক্ত করা হবে। আমরা যে বীরের জাতি, তা আবার প্রমাণ করতে হবে।’

আলোচনা সভায় লিখিত বক্তব্য পাঠ করেন কলামিস্ট কালাম ফয়েজী। আয়োজক সংগঠনের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্র সংষ্কার আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাসদের সহসভাপতি অ্যাডভোকেট এম জাবির, সাবেক ছাত্রনেতা নুরুর রহমান জামিল ও সাইফুল ইসলাম শিশির প্রমুখ।