আম্পানে পিরোজপুরে ৩ জনের মৃত্যু, ফসল-মাছের ব্যাপক ক্ষতি
ঘূর্ণিঝড় আম্পানে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দুজন এবং ইন্দুরকানি উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। নিহতদের একজন দেয়াল চাপায় ও অপর দুজন আতঙ্কিত হয়ে মারা যান। নিহতদের মধ্যে একজন বয়স্ক নারী এবং দুজন পুরুষ।
এ ছাড়া ধান ও বিভিন্ন প্রজাতির রবিশস্যসহ কমপক্ষে পাঁচ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত এক কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। আর ছয় হাজার ৭৫৫টি মাছের ঘের/পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা-পাকা ২৫ কিলোমিটার রাস্তা। আর কাঁচা-পাকা মিলিয়ে ২৩৪৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল বুধবার ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে দিনের বেলাই বাড়তে থাকে নদীতে পানির উচ্চতা। আর রাতে তা তিন থেকে পাঁচ ফুট বৃদ্ধি পায়। আর এতে জেলার নিম্নাঞ্চল ও রাস্তাঘাট প্লাবিত হয়ে নদী তীরবর্তী গ্রামগুলোতে পানি ঢুকে পড়ে।