আ.লীগের কর্মসূচিতে বিএনপিনেতার অংশগ্রহণের ছবি ভাইরাল

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জে গত ১১ ফেব্রুয়ারি সদর উপজেলার বহুলীতে আওয়ামী লীগের শন্তি সমাবেশে (চশমা পরিহিত দাড়িওয়ালা) বিএনপিনেতা ফরহাদ হোসেনের ভাইরাল ছবি

সিরাজগঞ্জে আওয়ামী লীগের একাধিক কর্মসূচিতে অংশ নেওয়া বিএনপিনেতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া দাবি বিএনপির নেতাকর্মীদের।

বিএনপির এই নেতা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন বিএনপি সাবেক আহ্বায়ক, বর্তমান ইউনিয়ন কমিটির ১ নং সদস্য ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফরহাদ হোসেন।

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে গত ১১ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলীতে আওয়ামী লীগের শন্তি সমাবেশে অংশ নেন বিএনপিনেতা ফরহাদ হোসেন। একই সময় বিএনপি ঘোষিত পদযাত্রায় অংশ না নিয়ে বিএনপির এই নেতা দেশব্যাপী বিএনপি-জামায়াতে নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশে উপস্থিত থাকায় ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা।

এ ছাড়া গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তাবিত মনসুরনগর থানা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত দোয়া ও আলোচনা সভাসহ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন বিএনপির এই নেতা। কর্মসূচিতে অংশ নেওয়া তাঁর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগের প্রায় প্রতিটি কর্মসূচিতে বিএনপির এই নেতার অংশ গ্রহণে দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় বিএনপির নেতাদের।

এ বিষয়ে জেলা বিএনপি বরাবর অভিযোগ দিলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় বিএনপিনেতাদের। এতে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এদিকে গত ১৫ মার্চ বিএনপির গুলশান কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাবেক ও বর্তমান স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন উপস্থিত থেকে বক্তব্য দেন।

সিরাজগঞ্জে গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের পাশে (দাড়িওয়ালা) বিএনপিনেতা ফরহাদ হোসেনের ভাইরাল ছবি

এ বিষয়ে সদর উপজেলার বহুলী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ফিরোজ বলেন, ফরহাদ হোসেন বহুলী ইউনিয়ন বিএনপির ১নং সদস্য ও সাবেক আহ্বায়ক। তিনি বিএনপি করেও দলীয় কর্মসূচিতে অংশ না নিয়ে আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং নিচ্ছেন। এতে স্থানীয় বিএনপির নেতাকর্মী ক্ষুব্ধ।

এ বিষয়ে বহুলী ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, ‘আমি তো দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হইনি। আমি স্বতন্ত্র প্রার্থী ছিলাম। স্থানীয় এমপি আমাকে যেখানে ডাকবেন সেখানে যেতে হবে। তার ডাকে আমি সব সময় সারা দেব। ইউনিয়ন পরিষদ চত্বরে আওয়ামী লীগের কর্মসূচিতে এমপির সম্মানে আমি শান্তি সমাবেশে উপস্থিত ছিলাম। বহুলী ইউনিয়ন বিএনপি আমি প্রত্যক্ষ করছি। ভোটের মাধ্যমে এই কমিটি নির্বাচিত হয়নি।’

এ বিষয়ে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বলেন, বিএনপিনেতা ফরহাদ হোসেন আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়টি জেলা বিএনপি অবগত আছে। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন বলেন, ‘বিষয়টি আমরা জানতে পেরেছি। তাঁকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই দেশের বাইরে আছেন। তিনি দেশে ফিরলে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’