আ.লীগের সভা শেষে ধাওয়া-পাল্টা ধাওয়া, ছাত্রলীগকর্মীকে ছুরিকাঘাত

Looks like you've blocked notifications!
ময়মনসিংহে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সভা শেষে মিছিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় ছুরিকাঘাতে আহত ছাত্রলীগকর্মী। ছবি : এনটিভি

ময়মনসিংহে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সভা শেষে মিছিলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় ছুরিকাঘাতে নবরাজ (১৮) নামে এক ছাত্রলীগকর্মী আহত হয়েছেন।

আহত নবরাজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করা হয়েছে।  তার ঘাড়ে, মাথা ও ঊরুতে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

আহত নবরাজ শহরের অমৃতবাবু রোডের মৃত গোবিন্দ রায়ের ছেলে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন এই খবর নিশ্চিত করে বলেন, ‘প্রকৃত ঘটনা জানতে পুলিশ কাজ করছে। এই মুহূর্তে এর বেশি কিছু বলা যাচ্ছে না।’

এদিকে, এই ঘটনার বিষয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম বলেছেন, শহরের কৃষ্ণচূড়া চত্বরে মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সভা শেষে বিকেলে সাড়ে ৪টায় একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে শহরের আবুল মনসুর সড়কে মারামারির ঘটনা ঘটেছে। একজন আহত হয়েছেন বলে শুনেছি।