আ.লীগের সম্মেলনে যোগ দেয়নি বিএনপি
ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে বিএনপি নেতাদের আমন্ত্রণ জানানো হলেও কেউ যোগ দেননি। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান এবং নজরুল ইসলাম খানকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে বলেন, আজকে জেলা–মহানগরে বিএনপির গণমিছিল কর্মসূচি রয়েছে। সব নেতারা ঢাকার বাইরে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন শুরু হয়। এর পর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুরু হবে কাউন্সিল অধিবেশন। এই অধিবেশনে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে।
গতকাল শুক্রবার আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে দলের নেতাদের আমন্ত্রণ জানান। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক আবু সায়েম এর নেতৃত্বে আওয়ামী লীগের সম্মেলনের অভ্যর্থনা কমিটির সদস্যরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ আমন্ত্রণপত্র পৌঁছে দেন। আমন্ত্রণপত্র গ্রহণ করেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আমাদের সব নেতারা কারাগারে। আমরা সম্মেলনে কীভাবে যাব।’
এর জবাবে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম বলেন, ‘এটা সরকারের ব্যাপার। আমরা দলের পক্ষ থেকে এসেছি আমরা আশা করি আপনাদের প্রতিনিধি দল সম্মেলনে যাবেন।’এরপর প্রিন্স বলেন, ‘দলের হাইকমান্ডের সঙ্গে আলোচনা করে জানানো হবে।’