আ.লীগ সরকারের কোনো জনসমর্থন নেই : মিনু
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের কোনো জনসমর্থন নাই। দেশে ও দেশের বাইরে তাদের কোনো বন্ধু নেই। নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন হলে আওয়ামী লীগ ২০টি আসনও পাবে না।’
আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকায় বিএনপির পদযাত্রা কর্মসূচির আগে পথসভায় এ কথা বলেন মিজানুর রহমান।
মিজানুর রহমান মিনু বলেন, ‘এই সরকার হত্যা ও গুমের নায়ক এবং দুর্নীতিবাজ। তাদের দুর্নীতির কারণে প্রায় ৭০ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।’
বর্তমান সরকারকে জনবিচ্ছিন্ন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশের জনগণ বিএনপির সঙ্গে আছে। সারা বিশ্ব আমাদের বন্ধু। দেশে এবং দেশের বাইরে এই সরকারের কোনো বন্ধু নেই। শুধু গায়ের জোরে তাঁরা ক্ষমতায় টিকে আছে। প্রশাসনের ৮০ শতাংশ লোক নিরপেক্ষ ও দেশপ্রেমিক।’
পথসভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক (নান্নু)। এ সময় অন্যদের মধ্যে কেন্দ্রীয় বিএনপির সহসমবায়বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌর মেয়র নাজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, মামুনুর রহমান, শেখ রেজাউল ইসলাম ও শফিউল আজম, মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
শহরের নওজোয়ান মাঠ থেকে দুপুর ১টার দিকে শুরু হয় পদযাত্রা। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক ধরে মুক্তির মোড়, কাজীর মোড় ও দয়ালের মোড় হয়ে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।