আশুগঞ্জে ঢলে তলিয়ে গেছে আধপাকা ফসল

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় আকস্মিক ঢলে তলিয়ে গেছে আধপাকা ফসল। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় আকস্মিক ঢলে তলিয়ে গেছে আধপাকা ফসল। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার তিনটি ইউনিয়নের কৃষক।

আধপাকা ধান কোনোমতে কেটে ফসল বাঁচানোর চেষ্টা করছেন কৃষক। গত চার দিন মেঘনায় পানি বেড়ে তৈরি হয়েছে এমন অবস্থা। পানি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন উপজেলা কৃষি কর্মকর্তা।

উপজেলার আড়াইসিধা ইউনিয়নের বাজার চারতলা গ্রামের কৃষক আবুল হাসম বলেন, ‘জোয়ারের পানি বাড়ায় আমার তিন বিঘা জমির ধান সম্পূর্ণ তলিয়ে গেছে। ১৬ হাজার টাকা ধার করে চাষ করেছিলাম। এখন ধারদেনা কীভাবে পরিশোধ করব, তা বুঝে উঠতে পারছি না।’

একই অবস্থা উপজেলার লালফুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কৃষক কালু মিয়ার। তিনি বলেন, ‘পাঁচ বিঘা জমি ২৬ হাজার টাকায় চাষ করেছিলাম। ধান ভালো হয়েছিল। কিন্তু, পানিতে তলিয়ে সব শেষ।’

আবুল হাসম ও কালু মিয়ার মতো আরও অনেক কৃষক সরকারকে তাঁদের পাশে দাঁড়ানোর দাবি জানান।

আশুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন কুমার সাহা জানান, উজান এবং বৃষ্টিতে নদীগুলোর পানি হঠাৎ বেড়েছে। পানিতে ফসলি জমি তলিয়ে গেছে। ইউনিয়নগুলো হলো—চর চারতলা, আড়াইসিধা এবং লালপুর।

নয়ন কুমার সাহা এনটিভি অনলাইনকে বলেন, ‘পানি আরও বাড়তে পারে। পানি বাড়ার আশঙ্কায় কৃষকদের ধান কাটার পরামর্শ দেওয়া হয়েছে।’

নয়ন আরও বলেন, ‘ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা জেলা অফিসের মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। সরকার থেকে যদি ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য কোনো আর্থিক সহায়তা আসে, তাহলে আশুগঞ্জ উপজেলা কৃষি অফিস তা ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেবে।’