আ. লীগের কর্মসূচিতে ওসির স্লোগান, ভিডিও ভাইরাল

Looks like you've blocked notifications!
শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের একটি দলীয় কর্মসূচিতে স্লোগান মোমবাতি হাতে স্লোগান দিচ্ছেন পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন। ছবি : এনটিভি

শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের একটি দলীয় কর্মসূচিতে  স্লোগান দিয়েছেন সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন। ওই স্লোগানের ২৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গতকাল বুধবার রাত ১২টা ১ মিনিটে জাতির জনক বঙ্গবন্ধুর ছেলে শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে মোমবাতি প্রজ্বলন ও পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে স্লোগান দেন ওসি আক্তার হোসেন।

স্থানীয় সূত্র জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ৭২তম জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা আওয়ামী লীগ। গতকাল দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ওই অনুষ্ঠানে মোমবাতি প্রজ্বলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সেইসঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। শরীয়তপুর-১ আসনের সাংসদ ইকবাল হোসেন অপু ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলার সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভা কমিটির সভাপতি এমএম জাহাঙ্গীর প্রমুখ।

ওই অনুষ্ঠানে যোগ দেন পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন। তিনি সেখানে দলীয় স্লোগান দেন। তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ২৭ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে মোমবাতি হাতে ওসি আক্তার হোসেন স্লোগান দিচ্ছেন। তার সঙ্গে সাংসদ ইকবাল হোসেন অপু ও আওয়ামী লীগের নেতারা কণ্ঠ মেলাচ্ছেন। স্লোগানে ওসি বলেছেন, ‘শুভ শুভ শুভদিন, শেখ কামালের জন্মদিন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আমরা সবাই মুজিব সেনা, ভয় করিনা বুলেট বোমা।’

জানতে চাইলে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, ‘রাত ১২টা ১ মিনিটে আমি সংসদ সদস্যের সঙ্গে  স্লোগান দিয়েছি। আওয়ামী লীগের নেতাদের অনুরোধে ও আবেগের কারণে স্লোগান দিয়েছি। এতে কোনো বিধি ভঙ্গ হয়েছে বলে মনে করছি না।’