ইউপিডিএফের ‘আস্তানায়’ সেনাবাহিনীর অভিযান, ‘ব্যারাক ও প্রশিক্ষণ কেন্দ্র’ ধ্বংস
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার জারুলছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) আস্তানায় অভিযান চালিয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এ সময় সংগঠনটির চারটি ব্যারাক, দুটি ডিউটি পোস্ট এবং একটি প্রশিক্ষণ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে সেনাবাহিনী।
আজ শনিবার ভোর ৫টার দিকে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোনের একদল সেনা এ অভিযান চালান।
সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর মো. জাহিদ হাসান জানান, তাঁরা ইউপিডিএফের চারটি ব্যারাক, দুটি ডিউটি পোস্ট এবং একটি প্রশিক্ষণ কেন্দ্র গুঁড়িয়ে দেন।
মেজর মো. জাহিদ হাসান বলেন, ইউপিডিএফ সদস্যেরা ঘটনাস্থলে অস্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে মানুষকে হয়রানি, চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ করে আসছিল। এ সময় ইউপিডিএফ ও সেনা সদস্যদের মধ্যে গুলি বিনিময় হয় বলেও দাবি করেন এ সেনা কর্মকর্তা।
এ ছাড়া প্রশিক্ষণ কেন্দ্র থেকে সেনা সদস্যেরা তাঁদের প্রশিক্ষণ সরঞ্জাম ও নথি জব্দ করেছে বলেও জানান মেজর মো. জাহিদ হাসান।