ইউপি সদস্যকে মারধরের ঘটনায় জেলা পরিষদের সাবেক সদস্য গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
ডোমার থানা। ছবি : সংগৃহীত

নীলফামারীর ডোমারে ইউনিয়ন পরিষদের এক সদস্যকে মারধরের ঘটনায় জেলা পরিষদের সাবেক সদস্য আতাউর রহমান সাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে ডোমার উপজেলার জোড়াবাড়ি রেলস্টেশন বাজার থেকে তাঁকে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হয়।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বিষয়টি নিশ্চিত করেন। 

পুলিশ জানায়, সোমবার বেলা ১১টার দিকে জোড়াবাড়ি ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল খালেককে পরিষদের ভেতর ঢুকে মারধর করেন সাজু। পরে আব্দুল খালেককে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ ঘটনায় ডোমার থানায় একটি মামলা করেন ইউপি সদস্য আব্দুল খালেক। মামলার প্রেক্ষিতে রাতেই রেলস্টেশন বাজার এলাকা থেকে সাজুকে গ্রেপ্তার করা হয়। 

ইউনিয়ন পরিষদের সদস্য আকবর আলী বলেন, ‘ওদিন সহকর্মী আব্দুল খালেক পরিষদে এসে গ্রাম আদালতের ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণ পরই সাজুসহ কয়েকজন এসে খালেককে বের করে নিয়ে বেধরক মারধর করেন। এ সময় পরিষদের সদস্যরা এগিয়ে এলে তারা পালিয়ে যান।’