ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ইসি

Looks like you've blocked notifications!
নির্বাচন ভবন। ফাইল ছবি : এনটিভি।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের দেশভুক্ত ১১ প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেছে কাজী হাবিবুল আউয়াল কমিশন।

আজ বুধবার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বেলা সাড়ে ১২ টায় বৈঠকটি শুরু হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার মো. আলমগীর ও নির্বাচন কমিশনার আনিছুর রহমান উপস্থিত রয়েছেন। তবে, নির্বাচন কমিশনার আহসান হাবিব ও রাশেদা সুলতানা এ বৈঠকে অংশ নেননি৷ এ ছাড়া ইসি সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা এখানে উপস্থিত ছিলেন।

ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলি প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন। মূলত তাদের আলোচনার বিষয় বা আলোচ্যসূচি জানা না গেলেও দ্বাদশ ভোটই মূল আলোচনায় রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তারা। পাশাপাশি বৈঠক চলাকালীন সময়ে আউয়াল কমিশনের দ্বাদশ ভোটের কর্ম-পরিকল্পনা নিয়ে প্রকাশিত পুস্তক নিয়ে ঢুকতে দেখা যায়৷

বৈঠকে আরও যেসব দেশের প্রতিনিধিরা উপস্থিত রয়েছে তারা হলেন- ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর ও প্রতিনিধি দলের প্রধান চার্লস হোয়াইটলি, ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব মিশন ব্রেন্ড স্পাইনার, ডেনমার্কের অ্যাম্বাসেডর ইউনি স্ট্র্যাপ পিটারসন, সুইডেনের অ্যাম্বাসেডর এলেক্সান্ডরা বার্গ বন, জার্মানির অ্যাম্বাসেডর আচিম টোস্টার, নেদ্যারল্যান্ডসের অ্যাম্বাসেডর এন্যি গিরার্ড ভ্যান লুইন, ফ্রান্সের ডেপুটি হেড অব মিশন গিলিয়াম এড্রেন ডে কের্ডেল, ইতালির ডেপুটি হেড অব মিশন মাটিয়া ভেনচুরা, স্পেনের হেড অব মিশন ইগনাসিয়ো সাইলস ফার্নান্দেজ, সুইজারল্যান্ডের অ্যাম্বাসেডর নাথালি চুয়ার্ড, নরওয়ের অ্যাম্বাসেডর এস্পেন রিক্টার সেভেন্ডসেন।