ইসলামি বক্তার জিহ্বা কাটার চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায়

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আহত ইসলামি বক্তা শরীফুল ইসলাম ভুইয়া। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শরীফুল ইসলাম ভুইয়া (৩৬) নামে এক ইসলামি বক্তা দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। এ সময় তাঁর জিহ্বা কাটার চেষ্টাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এরপর ইসলামি বক্তা শরীফুল ইসলাম ভুইয়াকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি সদর উপজেলার চাপুইর গ্রামের মাওলানা আব্দুর রশিদ ভুইয়ার ছেলে ও বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক।

আহত শরীফুলের ছোট ভাই মওদুদুল ইসলাম ভুইয়া জানান, গতকাল রাতে তাঁর ভাই শরীফুল ইসলাম ভুইয়া জেলার বিজয়নগর উপজেলার দৌলতবাড়ি চাওড়া এলাকায় একটি মাহফিল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে আজমপুর রেল স্টেশনের পাশে সাত-আট জন তাঁর গতিরোধ করে এবং অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় তারা তার জিহ্বার বেশিরভাগ অংশ কেটে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় তাঁর সঙ্গে থাকা ওবায়দুল্লাহ (৩৪) নামে অপর একজনও আহত হন।

মওদুদুল ইসলাম ভুইয়া বলেন, ‘আমার ভাই বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে শিয়াদের নিয়ে বক্তব্য দিয়ে থাকেন। ধারণা করছি, শিয়া অনুসারীরাই এ হামলার সঙ্গে জড়িত।’ 

আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন দুলাল বলেন, ‘শিয়া অনুসারীদের নিয়ে বক্তব্য দেওয়ায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী এ হামলা করা হয়েছে বলে ধারণা করছি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেইসঙ্গে দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুল ইসলাম বলেন, ‘আমরা এমন ঘটনার খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’