ইসির ওপর আন্তর্জাতিক চাপ নেই : সিইসি

Looks like you've blocked notifications!
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। ছবি : এনটিভি

বিএনপিসহ সব রাজনৈতিক দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে আশাবাদ ব্যক্ত করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) ওপর আন্তর্জাতিক কোনো চাপ নেই।

আজ বুধবার দুপুরে মির্জাগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন  করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি কাজী হাবিবুল আউয়াল এ মন্তব্য করেন।

সিইসি বলেন, ‘নির্বাচন কমিশনের ওপর আন্তর্জাতিক কোনো চাপ নেই। বিদেশি রাষ্ট্রদূতরা যে বক্তব্য দিচ্ছেন, সে বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। এ বিষয়ে সরকার বুঝবে, রাষ্ট্রদূতরা যারা বক্তব্য দিচ্ছেন, সেটা তাদের দ্বিপক্ষীয় বিষয়। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আমি কোনো মন্তব্য করব না।’

বিএনপি যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে সেই নির্বাচন ও নির্বাচন কমিশন সফল হবে কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘নির্বাচন তো আমরা করব, কোনো দলকে আমরা বাধ্য করছি না। আমরা সব দলকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। আপনি বলছেন বিএনপির কথা। বিএনপি একটি গুরুত্বপূর্ণ বিরোধী দল, তারা এলে নির্বাচনটা আরও অধিক মাত্রায় অংশগ্রহণমূলক হবে। আমরা একটা অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করছি। আমরা আশা করি বিএনপিসহ সব রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে।’ 

মির্জাগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির, বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিনুল আহসান, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মাদ সায়েম, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম‍্যান খান মো. আবুবকর সিদ্দিক প্রমুখ। 

এ সময় নির্বাচন কমিশনের অন্য কর্মকর্তা, মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় আওয়ামী লীগনেতা, বীরমুক্তিযোদ্ধারাসহ গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।