ই-অরেঞ্জের গ্রাহকদের পাচার হওয়া অর্থ ফেরত এনে বণ্টনের নির্দেশ

Looks like you've blocked notifications!
বাংলাদেশের হাইকোর্টের ফাইল ছবি

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের গ্রাহকদের পাচার হওয়া অর্থ ফেরত এনে ভুক্তভোগীদের মধ্যে বণ্টনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ই-অরেঞ্জের গ্রাহকদের অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।

এ ছাড়া এ বিষয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠনের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

গত ৩ এপ্রিল ৭৭ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশনা চেয়ে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জে ক্ষতিগ্রস্ত ৫৪৭ গ্রাহকের করা রিটের শুনানি শেষে আদেশের জন্য এ দিন ধার্য করেন আদালত ।

আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম ও আব্দুল কাইয়ুম। রাষ্ট্রপক্ষে ছিলেন এ কে এম আমিন উদ্দিন মানিক।

টাকা ফেরত এবং কত টাকা বিদেশে পাচার করা হয়েছে, তা অনুসন্ধানের নির্দেশনা চেয়ে গত ৩ এপ্রিল রিট করেন ক্ষতিগ্রস্ত তারেক আলমসহ ৫৪৭ জন গ্রাহক।

রিটে দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য সচিবসহ সরকারকে বিবাদী করা হয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর ই-অরেঞ্জের ৩৩ ভুক্তভোগী পৃথক একটি রিট দায়ের করেছিলেন। ওই রিটের পক্ষে আইনজীবী ছিলেন মোহাম্মদ শিশির মনির।