ঈদের ছুটি একদিন বাড়ছে

Looks like you've blocked notifications!
ছবি : এনটিভি

পবিত্র শবে কদরের ছুটির পর ঈদের ছুটি শুরু হওয়ার আগে ২০ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে এবার ছয়দিন ঈদের ছুটি ভোগ করবেন চাকরিজীবীরা।

আজ সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করেন।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব বলেন, আগামী বুধবার ১৯ এপ্রিল পবিত্র শবে কদরের ছুটি। পরদিন বৃহস্পতিবার (২০ এপ্রিল) একদিন অফিস খোলা ছিল। এরপরই ঈদুল ফিতরের ছুটি শুরু। ফলে মন্ত্রিসভা ২০ এপ্রিলও ছুটি ঘোষণা করে। এতে এবার ছয়দিন ঈদের ছুটি হবে। চাকরিজীবীরাও ধীরেসুস্থে নিজনিজ গ্রামে যেতে পারবেন।