ঈদে নৌযাত্রা নিরাপদ করতে ১২ দফা
ঈদে ঘরমুখো মানুষের নৌযাত্রা নিরাপদ করতে ১২ দফা দাবিতে বরিশাল নৌযাত্রী ঐক্য পরিষদ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে। আজ সোমবার দুপুরে নৌযাত্রী ঐক্য পরিষদের আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলুর নেতৃত্বে এ স্মারকলিপি দেওয়া হয়।
জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকারের উপপরিচালক শহীদুল আলম স্মারকলিপি গ্রহণ করেন।
স্মারকলিপিতে নেতারা উল্লেখ করেন, ২০২০ ও ২০২১ সালে করোনা মহামারির প্রকোপে দক্ষিণাঞ্চলের অনেক মানুষ যারা দেশের বিভিন্ন জেলায় নানা পেশায় নিয়োজিত তারা বেশিরভাগ ঘরমুখো হয়নি। এ বছর করোনার প্রকোপ না থাকায় ও সপ্তাহব্যাপী ছুটি থাকায় মানুষ আত্মীয় ও পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে যাবেন। কিন্তু প্রতি বছর ঈদুল ফিতরসহ বড় কোনো ছুটির সময় প্রতিটি নৌযানে ধারণ ক্ষমতার কয়েকগুণ যাত্রী বহন এবং নিয়মিত ভাড়ার পরিবর্তে অতিরিক্ত ভাড়া আদায় নিয়মে পরিণত হয়েছে৷ এর সঙ্গে যাত্রী হয়রানি তো আছেই।
তাই এসব সংকট নিরসনে ১২ দফা দাবি বাস্তবায়িত হলে নৌযাত্রা পুনরায় নিরাপদ ও আরামদায়ক হয়ে ফিরে আসবে। দাবিগুলো হলো ট্রেন স্টেশন বাস স্টান্ড ও বিমানবন্দরের মতো নৌপরিবহণ টার্মিনালে ইজারা প্রথা বাতিল করে টার্মিনাল টোল আদায় বন্ধ করতে হবে; নৌপরিবহণে বর্ধিত ভাড়া প্রত্যাহার করে আগের ভাড়া কার্যকর করতে হবে; নৌপরিবহণে ভ্রমণকারী শিক্ষার্থীদের হাফ ভাড়া নিতে হবে; নৌপরিবহণে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহণ বন্ধ করতে হবে; প্রতিটি নৌপরিবহণে পর্যাপ্ত বয়া, লাইফজ্যাকেটসহ সর্বোচ্চ যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং প্রতিটি নৌপরিবহণের স্টাফদের অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দিতে হবে; অবিলম্বে নৌপরিবহণে যাত্রীবিমা চালু করতে হবে; প্রতিটি লঞ্চের ইঞ্জিন রুমের পাশ থেকে খাবার হোটেল বা ক্যান্টিন সরিয়ে নিতে হবে; দক্ষ মাস্টার, সুকানি ও গ্রিজার নিয়োগ দিতে হবে এবং ফিটনেসবিহীন নৌযান সার্ভিস বন্ধ করতে হবে; লঞ্চ স্টিমারের ক্যান্টিন ও চায়ের দোকানে অতিরিক্ত দাম নেওয়া যাবে না; নৌযান কর্মচারী ও ঘাট শ্রমিকদের দ্বারা যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে; নৌভ্রমণকালে যাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে এবং অজ্ঞান পার্টি, মলম পার্টিসহ অন্য কোনো ধরনের যাত্রী প্রতারনার দায় ও ক্ষয়ক্ষতি নৌ কর্তৃপক্ষকে নিতে হবে এবং ঢাকা-বরিশাল-খুলনা রুটে আগের ন্যায় সপ্তাহে সাত দিন স্টিমার ও অত্যাধুনিক দ্রুতগতিসম্পন্ন নৌযান চালু করতে হবে।
বরিশাল নৌযাত্রী ঐক্য পরিষদ কর্তৃক উত্থাপিত ১২ দফা দাবি বাস্তবায়নসহ আগামী ঈদুল ফিতর ও বর্ষা মৌসুমে দেশের দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষের জানমাল নিয়ে স্বাচ্ছন্দ্যে নিরাপদ যাত্রায় নেতারা প্রধানমন্ত্রীর মানবিক হস্তক্ষেপ কামনা করেন।
স্মারকলিপি প্রদানকালে বরিশাল নৌযাত্রী ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক সাকিবুল ইসলাম সাফিন, বনী আমিন তালুকদার, ইয়াসমিন সুলতানা, মিজানুর রহমান, রফিক সরদার, আব্দুর রহমান বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।