উদ্দীপনামূলক পুরস্কার পেলেন এনটিভির ১৩ সাংবাদিক

Looks like you've blocked notifications!

তথ্যবহুল ঘটনা, বস্তুনিষ্ঠ সংবাদ, অনুষ্ঠানের বিশেষ মুহূর্তের ভিডিওচিত্র জনসাধারণের আরও কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের পাশাপাশি অগ্রণী ভূমিকা রাখছে সোশ্যাল মিডিয়া। হালে সেই বহুজনের কাছে পৌঁছানোর ব্যাপারটি ভিউ বা ভাইরাল শব্দে বিধৃত হচ্ছে। যাঁদের ভিডিওচিত্র অধিক ভিউ ও ভাইরাল হয়েছে এমন ১৩ জন সাংবাদিককে উদ্দীপনামূলক পুরস্কার দিয়েছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে এনটিভির প্রধান কার্যালয়ে এনটিভির কর্মীদের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী ভার্চুয়ালি যোগ দেন। তিনি সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, এনটিভি দেশের কথা বলে, গণমানুষের কথা বলে। 

সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দলমত নির্বিশেষে সবাইকে এর ঊর্ধ্বে থাকতে হবে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব থাকবে না। এনটিভিকে গণমানুষের আরও কাছে পৌঁছে দিতে সবাইকে আরও বেশি ভূমিকা রাখা আহবান জানান। 

এনটিভির পরিচালক আশফাক উদ্দিন আহমেদ প্রত্যেক কর্মীর হাতে পুরস্কার তুলে দেন। দ্রুততম সময়ে যেসব ভিডিওর ভিউ মিলিয়ন অতিক্রম করেছে সে বিবেচনায় গত মার্চ, এপ্রিল, মে ও জুন মাসের পুরস্কার পেয়েছেন এনটিভির বিভাগ ও জেলা পর্যায়ের ১৩ জন সাংবাদিক। তারা হলেন এনটিভির চট্টগ্রামের বিশেষ প্রতিনিধি শামসুল হক হায়দারী, বিশেষ প্রতিনিধি (সাভার) জাহিদুর রহমান, সিনিয়র করেসপন্ডেন্ট (খুলনা) আবু তৈয়ব, সিনিয়র করেসপন্ডেন্ট (রাজশাহী) শ.ম সাজু, সিনিয়র করেসপন্ডেন্ট (নারায়ণগঞ্জ) নাফিজ আশরাফ, ফেনী প্রতিনিধি ওসমান হারুন, স্টাফ করেসপন্ডেন্ট (সুনামগঞ্জ) দেওয়ান গিয়াস চৌধুরী, স্টাফ করেসপন্ডেন্ট (ভৈরব) মুস্তাফিজ আমিন, গাইবান্ধা প্রতিনিধি কৃষ্ণকুমার চাকী, ফরিদপুর প্রতিনিধি সঞ্জীব দাস, লালমনিরহাট প্রতিনিধি হায়দার আলী বাবু, চাঁদপুরের প্রতিনিধি শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনটিভির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার সুলতানা এ বানু, এনটিভির অর্থ ও হিসাব বিভাগের প্রধান মো. গোলাম রওশন ইয়াজদানী, এনটিভির হেড অব নিউজ জহিরুল আলম, এনটিভি অনলাইনের সম্পাদক খন্দকার ফকরউদ্দীন আহমেদ, এনটিভির হেড অব মার্কেটিং অঞ্জন কুমার কুণ্ডু, যুগ্ম প্রধান বার্তা সম্পাদক ফখরুল আলম খান, অনুষ্ঠান বিভাগের মহাব্যবস্থাপক আলফ্রেড খোকন, চিফ অব করেসপনডেন্টস মো. আরিফুর রহমান, এনটিভি অনলাইনের যুগ্ম বার্তা সম্পাদক প্রশান্ত অধিকারী, এনটিভি অনলাইনের বিশেষ প্রতিনিধি মো. জাকের হোসেনসহ অন্যরা।