উন্নয়নের জন্য শেখ হাসিনার বিকল্প নেই : আসাদুজ্জামান নূর

Looks like you've blocked notifications!
আজ বুধবার দুপুরে নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ই্‌উনিয়নের ককই বড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। ছবি : এনটিভি

উন্নয়নের জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই মন্তব্য করে সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর বলেছেন, ‘‌আওয়ামী লীগ টানা ক্ষমতায় রয়েছে বলে এত উন্নয়ন দৃশ্যমান হয়েছে। অথচ আওয়ামী লীগের আগে যারা ক্ষমতায় ছিল তাদের উন্নয়ন তো হয়নি বরং দেশের ক্ষতি হয়েছে।’  

নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের ককই বড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় আজ বুধবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর এ কথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, ‘‌শিক্ষাপ্রতিষ্ঠাগুলোতে তাকিয়ে দেখেন কি উন্নয়ন হয়েছে। এর অবদান একমাত্র বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার। বড় বড় বিল্ডিং হওয়ায় আনন্দঘন পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ফলে শিক্ষার উন্নয়ন ও পরিবর্তনে বিরাট প্রভাব ফেলেছে।’

আসাদুজ্জামান নূর আরও বলেন, ‘প্রতিটি ক্ষেত্রে পরিবর্তনের জন্য শেখ হাসিনার প্রয়োজন রয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আমরা নিরাপদ থাকব, উন্নয়ন হবে। এর সুফল ভোগ করব আমরা সবাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে দিন রাত নিরলস কাজ করছেন তারই কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নীলফামারীর নির্বাহী প্রকৌশলী সুজন কুমার কর, লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান ও ঠিকাদার মোকছেদ আলী বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন ককই সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিধুভূষণ রায়।

উপজেলা নির্বাহী প্রকৌশলী বিরল রায় জানান, এক কোটি ১৭ লাখ ২২ হাজার ৯৭২ টাকা ব্যয়ে চারতলা ভিতবিশিষ্ট দ্বিতল ভবণ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে কেয়া বেকারি অ্যান্ড কনস্ট্রাকশন। আগামী বছরের জুনের মধ্যে এটির নির্মাণ কাজ শেষ হবে।