উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবা উদ্বোধন

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্ধারিত ফিতে বৈকালিক চেম্বার উদ্বোধন। ছবি : এনটিভি

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি চিকিৎসকদের নির্ধারিত ফিতে বৈকালিক চেম্বারের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

পরে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মির্জা মো. সুলায়মান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন কাজল, পৌর মেয়র আলহাজ¦ ইফতেখার হোসেন বেনু প্রমুখ।

বক্তারা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি হাসপাতালে চিকিৎসকদের বৈকালিক চেম্বার ফি নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে একজন অধ্যাপকের ফি ধরা হয়েছে ৪০০ টাকা, সহযোগী অধ্যাপক ৩০০ টাকা, সহকারী অধ্যাপক ২০০ টাকা এবং এমবিবিএস চিকিৎসক ফি ১৫০ টাকা।

সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্থ্যা ৬টা পর্যন্ত তাঁরা হাসপাতালে নিজস্ব চেম্বারে বসে নির্ধারিত এই ফিতে রোগী দেখবেন।

পাইলট প্রকল্পের আওতায় সারা বাংলাদেশের অল্প সংখ্যক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়েছে। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মধ্যে একটি।

এ সময় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম বাকী বিল্লাহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।