এনআইডির মাধ্যমে রেলের টিকেট বিক্রির সুপারিশ

Looks like you've blocked notifications!
রেলপথ মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে রেলের টিকিট বিক্রির সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। পাশাপাশি সহজ ডটকম কোম্পানির মাধ্যমে টিকিট কিনে যাত্রীকে যেন অধিক অর্থ দিতে না হয়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সভায় এসব পরামর্শ দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী।

কমিটির সদস্য রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, আসাদুজ্জামান নূর, মো. শফিকুল আজম খাঁন, মো. সাইফুজ্জামান, নাছিমুল আলম চৌধুরী, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি সভায় অংশগ্রহণ করেন। 

সভায় বেসরকারিভাবে পরিচালিত ট্রেনগুলো হতে মাসিক রাজস্ব আদায়ের পরিমাণ, রেলের মাসিক ব্যয়, গত পাঁচ বছরের ট্রেনওয়ারী তুলনামূলক হিসাববিবরণী, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রেলওয়ের সব স্টেশন এবং রেলওয়ের অব্যবহৃত জায়গায় সোলার প্যানেল স্থাপন নিয়ে আলোচনা করা হয়।