এনটিভির জন্মদিনে বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার শুভেচ্ছা
দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তারা। আজ শনিবার এক শুভেচ্ছা বার্তায় খালেদা জিয়ার গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার এনটিভির আগামী দিনের পথচলায় সাফল্য কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গণমাধ্যম শাখার সদস্যরা বলেন, এনটিভির ১৯তম জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘ পথচলায় এনটিভি দর্শকদের রুচি ও চাহিদার দিকে খেয়াল রেখে প্রোগ্রাম উপহার দিয়ে যাচ্ছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এনটিভি তার নীতি ও বৈশিষ্ট্য অটুট রেখেছে। আমরা এনটিভির উত্তরোত্তর সাফল্য এবং সেখানে কর্মরত সকল সহকর্মীর সুস্বাস্থ্য কামনা করি।
২০০৩ সালের ৩ জুলাই ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে গণমাধ্যম দুনিয়ায় পদার্পণ এনটিভির। সময়ের সঙ্গে তাল মিলিয়ে, আগামীর কথা স্মরণে রেখে স্বদেশের চেতনা বুকে বৈশ্বিক ভাবনায় প্রতিনিয়ত ঋদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি।