এবার একুশে পদক পেলেন যাঁরা

Looks like you've blocked notifications!

ভাষা আন্দোলন, শিল্পসাহিত্য, গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সরকার ২৪ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক-২০২২ দিয়েছে।

আজ বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব বাবুল মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৪ জনের নাম প্রকাশ করা হয়।

এ বছর ভাষা আন্দোলনে অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক প্রদান করা হয় মোস্তফা এম এ মতিন (মরণোত্তর) ও মির্জা তোফাজ্জল হোসেনকে (মরণোত্তর)।

শিল্পকলায় একুশে পদক পেয়েছেন জিনাত বরকতউল্লাহ, নজরুল ইসলাম বাবু (মরণোত্তর), আফজাল হোসেন, ইকবাল আহমেদ, মাহমুদুর রহমান বেণু, খালেদ মাহমুদ খান, মাসুম আজিজ, মুক্তিযুদ্ধে আমজাদ আলী খন্দকার, অধ্যক্ষ মো. মতিউর রহমান, সৈয়দ মোয়াজ্জেম আলী (মরণোত্তর), কিউ এ বি এম রহমান।

সাংবাদিকতায় একুশে পদক পেয়েছেন এম এ মালেক, বিজ্ঞান ও প্রযুক্তিতে মো. আনোয়ার হোসেন, শিক্ষায় ড. গৌতম বুদ্ধ দাস, সমাজসেবায় এস এম আব্রাহাম লিংকন, সঙ্ঘরাজ জ্ঞানশ্রী মহাথের।

ভাষা ও সাহিত্যে কবি কামাল চৌধুরী ও ঝর্ণা দাস পুরকায়স্থ এবং গবেষণায় ড. আবদুস সাত্তার মন্ডল, ড. এনামুল হক , ড. সাহনাজ সুলতানা, ড. জান্নাতুল ফেরদৌস একুশে পদকে ভূষিত হন।